মাথাভাঙ্গা মনিটর: ২০২৬ সালের বিশ্বকাপের আরও এক বছর বাকি। আগামী বছরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় বসবে বিশ্বকাপের আসর। তবে তার অনেক আগেই ফাঁস হয়ে গেছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি। যেখানে দেখা যাচ্ছে, ২০২২ বিশ্বকাপের জার্সির আদলেই গড়া হয়েছে আসছে বিশ্বকাপের জার্সিটি। ২০২৬ সালের বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার হোম জার্সির প্রথম ছবিটি প্রকাশ করেছে ফুটবল জার্সি বিষয়ক ওয়েবসাইট ফুটি হেডলাইনস। ফুটবল ক্লাব ও জাতীয় দলের জার্সির ডিজাইন আগাম প্রকাশের জন্য খ্যাতি আছে ওয়েবসাইটটির। আর্জেন্টিনার ফাঁস হওয়া জার্সিতে দেখা যাচ্ছে অ্যাডিডাস আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল লম্বা স্ট্রাইপ ঠিক রেখেছে। জার্সিকে আধুনিক ছোঁয়া দিতে যোগ করা হয়েছে নতুন গ্রেডিয়েন্ট শেডিং। প্রতিটি নীল স্ট্রাইপে দুই রঙের ফেড ব্যবহার করা হয়েছে, যেখানে হালকা নীল থেকে গাঢ় নীলের দিকে রঙের পরিবর্তন ঘটছে। এর ফলে ঐতিহ্যবাহী ডিজাইন ঠিক রেখেই জার্সিটি বেশ আধুনিক ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বলা হচ্ছে, এই জার্সির ডিজাইন করা হয়েছে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী জার্সির অনুপ্রেরণা নিয়ে। সেসব ঐতিহাসিক কিটের উপাদানগুলোর সাথে আধুনিক ধাঁচ মিশিয়ে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অ্যাডিডাস। বিস্তারিত নকশায় দেখা গেছে, কাঁধের উপর অ্যাডিডাসের তিনটি স্ট্রাইপ ও হাতার প্রান্তে গাঢ় নীল রঙ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপেও কাঁধের কাছে তিনটি কালো স্ট্রাইপ আর হাতার কাছে কালো রঙ ব্যবহার করা হয়েছিল। সেটা এবারও আছে, তবে কালোর পরে নীল রঙের উপস্থিতি আছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.