বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জয়ের পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উৎসব করেছিলেন বিরাট কোহলিরা। তাদের শিরোপা উৎসবকে কেন্দ্র করে সেদিন পদদলিত হয়ে প্রাণ হারান ১১ বেঙ্গালুরু-ভক্ত। এরপর থেকেই সে মাঠে খেলাধুলা একপ্রকার ব্রাত্য।

এবার বেঙ্গালুরুর ওই মাঠ থেকে সরে গেল নারী বিশ্বকাপের ম্যাচও। বিশ্বকাপের সেমিফাইনাল, বাংলাদেশ-ভারত লড়াইসহ চারটি ম্যাচ হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে। সবগুলো ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

মেগা টুর্নামেন্টটিতে পাকিস্তান খেলবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকার কলম্বোতে। তারা ফাইনালে না উঠলে সে ম্যাচটিও বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল। এখন সেই ম্যাচও পাতিল স্টেডিয়ামে নেওয়া হয়েছে।

৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলংকার উদ্বোধনী ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।

তবে পরিবর্তিত সূচিতে উদ্বোধনী ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নাভি মুম্বাইয়ের বদলে গুয়াহাটিতে হবে। এ ছাড়া ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলংকা গুয়াহাটিতে খেলার কথা ছিল। সেটি সরিয়ে নেওয়া হয়েছে কলম্বোতে।

নাভি মুম্বাইয়ে হবে গ্রুপপর্বের দুটি ম্যাচ– ২৩ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে নারী বিশ্বকাপের ত্রয়োদশ আসর।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More