টপ অর্ডার পারেনি। মিডলও ব্যর্থ হয়েছে। পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্যে টপাটপ উইকেট হারাচ্ছে বাংলাদেশ। স্কোরবোর্ডে পঞ্চাশ রান যোগ করার আগেই সাত ব্যাটার হারিয়ে রীতিমতো ধুঁকছে টাইগাররা।
মিরপুরের শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ জিততে পারলে ইতিহাস হতো টাইগারদের। এমন মাইলফলক সামনে রাখার ম্যাচে বোলিং ভালো হয়নি। ৭ উইকেট হারিয়ে পাকিস্তান জমা করে ১৭৮ রান। সেই লক্ষ্য তাড়ায় দুমড়েমুচড়ে পড়েছে স্বাগতিক দল।
এই প্রতিবেদন লেখা অবধি ৭ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে বাংলাদেশ। আরও ৭১ বলে ১৩৩ রান প্রয়োজন। যা অনেকটা অস্বাভাবিক বটে।
আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লিটন দাস। শুরুটা পাকিস্তান ধুন্ধুমার ব্যাটিংয়ে করেন। শেষটাতেও সেই তাণ্ডব। মাঝের সময়ে দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৪১ বলে ৬৩ রান করেন ফারহান। আরেক ওপেনার সাইম আইয়ুবের ব্যাটে আসে ২১ রান। তিনে নামা মোহাম্মদ হারিস ব্যর্থ হন। হাসান নওয়াজ ১৭ বলে করেন ৩৩ রান। তাতেই শতরান পেরিয়ে দেড়শর দিকে এগোয় পাকিস্তান।
এরপর সেই রান দুইশর কাছাকাছি নিয়ে আসেন অধিনায়ক সালমান ও মোহাম্মদ নওয়াজ। ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রান করে ফেরেন নওয়াজ। ১২ রানে অপরাজিত থাকেন সালমান। টাইগারদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২২ রানে দুটি শিকার নাসুম আহমেদের। একটি করে উইকেট তুলেছেন সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
গত মে মাসেও লাহোরে বেধড়ক পিটুনি খেয়ে হয়ে এসেছে হোয়াইটওয়াশ। সেই টি-টোয়েন্টি সিরিজের বদলা এবার ফিরিয়ে দেওয়ার পালা। বাংলাদেশের প্রয়োজন ৬৩ বলে ১২৭ রান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.