ব্রাজিলের দলগুলো এবারের ক্লাব বিশ্বকাপে বেশ কিছু বিস্ময়ের জন্ম দিয়েছে। সে তুলনায় পালমেইরাস একটু পিছিয়েই ছিল। এরপরও দলটা খেলেছে কোয়ার্টার ফাইনালে। দেখছিল সেমিফাইনালে খেলার স্বপ্নও। তবে নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি থাকতে আর্জেন্টাইন ডিফেন্ডার আগুস্তিন গিয়ায় করে বসলেন এক ভুল। আর তাতেই চেলসির বিপক্ষে কপাল পুড়ল পালমেইরাসের।
এখানেই ভুলটা করেছিলেন আগুস্তিন/সংগৃহীত
৮২ মিনিট পর্যন্ত ম্যাচে ১-১ সমতা ছিল। ঠিক তখনই কর্নার থেকে সুযোগ আসে চেলসির। বাম পাশ থেকে আক্রমণে উঠে ক্রস করেন মাইয়ো গুস্তো। সে ক্রসটা ব্লক করতে গিয়েই ভুলটা করেন আগুস্তিন। সেটা তো ব্লক হয়ইনি, উল্টো তার পায়ে লেগে দিক বদলে বলটা চলে যায় পালমেইরাসের জালে। আর তাতেই বেজে যায় ব্রাজিলিয়ান ক্লাবটার বিদায়ঘণ্টা
২০২২ সালে আর্জেন্টিনা অ-২০ দলের হয়ে কোটিফ আলকুদিয়া টুর্নামেন্ট জিতেছেন আগুস্তিন। সে বছরই আর্জেন্টিনার সান লরেঞ্জোতে তিনি সিনিয়র ক্যারিয়ার শুরু করেন। সে ক্লাবটিতে তিনি দুই বছরে ৬৬ ম্যাচ খেলেছেন।
আগের মৌসুমের কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালিস্ট পালমেইরাসে যোগ দেন গেল বছর। সেখানে এক মৌসুমে ২২ ম্যাচ খেলেছেন তিনি। তাতেই তিনি নজরে পড়েছিলেন ইউরোপীয় ক্লাবগুলোর।
ইতালির ক্লাব রোমা তার প্রতি আগ্রহ দেখিয়েছে গেল মাসে। প্রাথমিক পর্যায়ে হলেও আলাপ এখনো চলছে রোমা আর পালমেইরাসের মধ্যে। এদিকে ইতালির আরেক ক্লাব আতালান্তাও তার ওপর আগ্রহ দেখিয়েছে শেষ কিছু দিনে। তার বাজারমূল্য বর্তমানে ৮ মিলিয়ন ইউরো, জানাচ্ছে ট্রান্সফারমার্কট।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.