ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেরা মুহূর্ত জিতলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ভারতকে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপের সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তকে হারিয়ে সেরা হয়েছে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড বধের মুহূর্তটি। জানা গেছে, এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপগুলোর মধ্যে সেরা মুহূর্ত বাছাই করতে ভোটের ব্যবস্থা করেছিলো আইসিসি। সেই ভোটের ফাইনাল রাউন্ডে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তের মুখোমুখি হতে হয় ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড বধের মুহূর্তটিকে। তবে এ রাউন্ডেও ৫১ শতাংশ ভোট পেয়ে শিরোপা জিতে নেয় টাইগাররা। যেখানে কোহলি বাহিনী পায় ৪৯ শতাংশ ভোট। এর আগে কোয়ার্টার ফাইনালে নিজেদের আরেকটি মুহূর্তের মুখোমুখি হতে হয় বাংলাদেশের জয়ের এই মুহূর্তটিকে। যেটি ছিলো ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারত বধের গল্প। তবে এ রাউন্ডে শেষ পর্যন্ত জিতে নেয় বাংলাদেশের ইংল্যান্ড বধের মুহূর্তটি। পরবর্তীতে সেমিফাইনালে ১৯৮৩ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক কপিল দেবের একটি ক্যাচের মুহূর্তের সঙ্গে লড়তে হয় বাংলাদেশের সেই মুহূর্তটিকে। উন্ডিজ ব্যাটসম্যানের উড়িয়ে মারা বল দৌড়ের মাঝেই ধরেন কপিল। কিন্তু এই পর্বেও দুর্দান্ত জয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশের ইংলিশ বধের ঘটনাটি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More