ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার জোড়া গোল উপহার দিলেন কৃষ্ণা রানী সরকার। ট্রান্সপোর্ট ইউনাইটেডের বড় জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিলেন এই ফরোয়ার্ড। সোমবার চ্যাংলিমিথাং স্টেডিয়ামে উজিয়েন একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই ম্যাচে কৃষ্ণা দুই গোল করেন দ্বিতীয়ার্ধে। ৫৫তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শটে গোলের খাতা খুলেন কৃষ্ণা। এরপর ৭৮তম মিনিটে সুনিতার শট গোলরক্ষক আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন দুটি উইমেন’স সাফ জয়ী এই ফরোয়ার্ড। এ ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে শুরুর একাদশে খেলেছেন বাংলাদেশের আরও দুজন; ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা। রুপনা মাঠ ছেড়েছেন ক্লিনশিট নিয়ে। এর আহে গত ১০ মে মারিয়া-সানজিদাদের থিম্পু সিটি জিতেছিল ১০ জন নিয়ে। গোল ছিল মারিয়া মান্দার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More