ভুটানের লিগে সাবিনাদের ২৮-০ গোলের জয়

ভুটানের উইমেন্স লিগে স্যামতসের বিপক্ষে চমক দেখালেন বাংলাদেশের সাবিনা খাতুন ও মনিকা চাকমারা। গোলবন্যা বইয়ে দিলেন তারা। এই দু’জনের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন মাতসুশিমা সুমাইয়াও। বৃহস্পতিবার স্যামতসের বিরুদ্ধে সাবিনাদের পারো এফসি জিতেছে ২৮-০ ব্যবধানে! যেখানে বাংলাদেশের সাবিনা ৯ গোল, মনিকা ৭ গোল, সুমাইয়া ৫ গোল এবং ঋতুপর্ণা ৪ গোল করেছেন। অর্থাৎ, তাদের পা থেকেই এসেছে ২৫ গোল। ম্যাচের অষ্টম মিনিট থেকে শুরু। সতীর্থের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন সাবিনা। ২৬তম মিনিটে দ্বিতীয়বার স্যামতসের জালে বল পাঠান তিনি। আর ৩১তম মিনিটে পূর্ণ করে নেন হ্যাটট্রিক। বিরতির পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন ৬৩তম মিনিটে। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান সাফজয়ী এই অধিনায়ক। আর মনিকা নিজের গোলের খাতা খুলেন ১৯তম মিনিটে। এরপর ২৮ ও ৩৮তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন । দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশি এই মিডফিল্ডার। পরে জালের দেখা পান আরও একবার। ৩৬তম মিনিটে গোল দেওয়া শুরু করেন মাতসুশিমা সুমাইয়া। এরপর ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে করেন আরও দুই গোল। ঋতুপর্ণা গোল দেওয়া শুরু করেন বিরতির পর। ৫৩তম মিনিটে প্রথম গোল দিয়ে ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন। ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More