মিয়ানমারের বিপক্ষে ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের আগের আসরগুলোতে জয়শূন্য থাকা বাংলাদেশ এবার সেই ধারা ভেঙেছে। প্রথম ম্যাচেই ফিফা র‌্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছেন আফঈদা খন্দকাররা। এবার চোখে চোখ রেখে লড়াই হবে স্বাগতিক মিয়ানমারের সঙ্গে। আজ ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।

এশিয়ান কাপ বাছাইয়ে এর আগে ২০২২ ও ২০১৪ এ পাঁচ ম্যাচের সবকটিতে হেরেছিলেন বাংলাদেশের মেয়েরা। এবার বাহরাইনের বিপক্ষে হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ। আজ মিয়ানমারের বিপক্ষে জয়ের দিন। বাংলাদেশ কি পারবে ২০১৮ নভেম্বরে অলিম্পিক বাছাইয়ে ৫-০ গোলে মিয়ানমারের কাছে হারের প্রতিশোধ নিতে? ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১২৮) সঙ্গে মিয়ানমারের (৫৫) ব্যবধান ৭৩। তবে র‌্যাংকিং এখন আর পাত্তা পাচ্ছে না লাল-সবুজের মেয়েদের কাছে। বাহরাইনকে হারিয়ে তা বুঝিয়ে দিয়েছেন আফঈদারা। মিয়ানমারের বিপক্ষেও লড়াই করতে চান তারা।

মঙ্গলবার সকালে অনুশীলন শেষে মিডফিল্ডার স্বপ্না রানী বলেন, ‘বাহরাইনের পর কাল (আজ) আমাদের বড় ম্যাচ মিয়ানমারের বিপক্ষে। এই ম্যাচকে ঘিরে আমাদের সব মনোযোগ। কোচের ছক অনুযায়ী আমরা খেলার চেষ্টা করব মাঠে। আশা করছি ভালো একটি ম্যাচ হবে।’ ফরোয়ার্ড সুরভী আখন্দ বলেন, ‘আমি মাঠে নামার সুযোগ পেলে নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করব। অনুশীলন ভালো হয়েছে। কোচের নির্দেশনা অনুযায়ী আমরা ভালো খেলার চেষ্টা করব।’

আরেক ফরোয়ার্ড শাহেদ আক্তার রিপার কথা, ‘র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা বাহরাইনকে হারিয়েছি। এবার মিয়ানমার। তাদেরও হারিয়ে মাঠ ছাড়তে চাই। এই জয় আমাদের প্রথমবারের মতো মূলপর্বে নিয়ে যাবে। আমাদের সব ভাবনা এই ম্যাচকে ঘিরে।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More