মোস্তাফিজের ওপর ‘কারও যেন নজর না লাগে’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নান্দনিক পারফরম্যান্সে বিশ্বের নজর কেড়েছেন মোস্তাফিজুর রহমান। ধারাবাহিক পারফরম্যান্সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্জাজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন কাটার মাস্টার।

জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার বাংলাদেশ দলের অন্যতম সম্পদ। বাংলাদেশ দলের ভরসার অন্যতম নাম মোস্তাফিজুর রহমান।

এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। চার ম্যাচে ৭ উইকেট নিয়ে এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছেন বাঁহাতি এই পেসার।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকারর বিপক্ষে ৩ উইকেট শিকার করে জয়ের পথ সহজ করে দেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ পেসার। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং দলকে দিয়েছে বাড়তি সুবিধা। তাই ভারতের বিপক্ষেও মোস্তাফিজের ওপরই ভরসা রাখছে দল।

এব্যাপারে মঙ্গলবার জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহেদী হাসান বলেন, ‘কারও যেন নজর না লাগে মোস্তাফিজকে। সে এভাবে ধারাবাহিকভাবে এভাবে বোলিং করতে থাকুক।’

মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ১৪৯ উইকেট শিকার করেছেন। যা সাকিব আল হাসানের সমান। বিশ্বের অনেক নামী বোলারকে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা আছে তার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More