যুক্তরাষ্ট্রকে হারিয়ে গোল্ড কাপ আবারও মেক্সিকোর

বল দখল, আক্রমণ-প্রতি আক্রমণ কিংবা গোলে শট—মেক্সিকোর কাছে কোনো বিভাগেই পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে কনকাকাফ গোল্ড কাপও জেতা হয়নি। স্বাগতিকদের ২-১ ব্য়বধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে মেক্সিকো। টুর্নামেন্টে এটি তাদের দশম শিরোপা।

ট্রফি ফয়সালার ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকানরা। আমেরিকানদের রক্ষণ রাখেন তটস্ত। ১৬ শটের আটটি রাখেন গোলমুখে। বিপরীতে ৯ শটের তিনটি গোলমুখে থাকে আমেরিকার।

২-১ ব্যবধানে ফাইনাল সমাধানের দিনে শুরুর চতুর্থ মিনিটেই গোল উদযাপনে মাতেন স্বাগতিকরা। মেক্সিকো সেই গোল শোধ দেয় ২৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিট এদিসন আলভারেজ এগিয়ে দেন মেক্সিকোকে। ম্যাচটিও ওই ব্যবধানে থামে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেবাস্তিয়ান বেরহাল্টারের নিখুঁত ফ্রি-কিকে দুর্দান্ত হেডে গোল করেন ক্রিস রিচার্ডস। ২৭ মিনিটে রাউল হিমেনেজ দারুণ দক্ষতায় সমতা ফেরায় মেক্সিকো। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় তারা। ফল আসে ৭৭ মিনিটে। আলভারেজের হেডে বল জালে জড়ালে প্রথমে অফসাইড ধরা হয়। তবে ভিএআর বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্র ডিফেন্ডার আলেক্স ফ্রিম্যান অল্পের জন্য তাকে অনসাইড রেখেছেন। তাতেই এগিয়ে যায় মেক্সিকো এবং মেগা ফাইনালও জিতে নেয়।

টুর্নামেন্টে এটি তাদের দশম শিরোপা। ২০০৯ ও ২০১১ সালের পর আবারও তারা টানা দুইবার উত্তর আমেরিকার সেরা হলো। এই আসরে সাতবার চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। একবার শিরোপা ঘরে তুলেছে কানাডা। ২০২৭ সালে আবার বসবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের শ্রেষ্ঠত্ব খোঁজার মঞ্চ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More