ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলের রুদ্ররূপ কম দেখেনি ক্রিকেট বিশ্ব। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বল হাতে ভেলকি দেখালেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটার। ব্যাটিং না করেও শুধু বোলিং পারফরম্যান্স দিয়ে ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বার ম্যাচসেরা হওয়া ম্যাক্সওয়েলের উপরে আছেন শুধু ক্রিস গেইল। শুক্রবার রাতে ফ্লোরিডার লডারহিলে সিয়াটল ওর্কাসের বিপক্ষে আট উইকেটে জিতেছে ম্যাক্সওয়েলের দল ওয়াশিংটন ফ্রিডম।
নতুন বলে ম্যাক্সওয়েলের অফ-স্পিনে নাকাল হয়ে ৮২ রানে গুটিয়ে যায় সিয়াটল। দারুণ বোলিংয়ে চার ওভারে মাত্র ১২ রান দিয়ে তিন উইকেট নেন ম্যাক্সওয়েল। রান তাড়ায় ৯.২ ওভারেই দল জিতে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে হয়নি ওয়াশিংটন অধিনায়ককে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার ব্যাটিং না করেই ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল। সব মিলিয়ে এই সংস্করণে ৪৫ বার ম্যাচসেরা হয়ে অ্যালেক্স হেলসের পাশে বসেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৬৩ ম্যাচে সর্বোচ্চ ৬০ বার ম্যান অব ম্যাচের স্বীকৃতি পেয়েছেন ক্যারিবিয়ান গ্রেট গেইল।
ম্যাক্সওয়েল ৪৫ বার সেরা হয়েছেন ৪৭৫ ম্যাচ খেলে, হেলস ৫০১ ম্যাচ খেলে। ৪৪ বার ম্যাচসেরা হয়ে যৌথভাবে তিনে আছেন দুই ক্যারিবিয়ান কাইরন পোলার্ড (৭০৩ ম্যাচ) ও আন্দ্রে রাসেল (৫৬০ ম্যাচ)।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.