লজ্জার ‘কীর্তি’ থেকে মুক্তি পেলেন রশিদ, ৫ বলে ৩২ রান দিয়ে রেকর্ড কুকের

দ্য হান্ড্রেডে নতুন এক বিব্রতকর রেকর্ড গড়লেন ট্রেন্ট রকেটসের পেসার স্যাম কুক। লন্ডনের দ্য ওভালে বৃহস্পতিবার তিনি এক সেটে পাঁচ বলে খরচ করেছেন ৩২ রান। এতদিন এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড ছিল আফগান স্পিনার রশিদ খানের দখলে।

ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে ম্যাচে কুক বল করতে আসেন ইনিংসের ৬৬ থেকে ৭০তম ডেলিভারিতে। প্রথম বলটিই ছিল ওয়াইড, যা থেকে অতিরিক্ত আরও চার রান দিয়ে বসেন তিনি। এরপরের বলও ওয়াইড। তৃতীয় প্রচেষ্টায় প্রথম বৈধ ডেলিভারি করতে পারেন কুক। তবে তাতেই স্যাম কারান মারেন ছক্কা। পরের বলে চার। এর পরের বলটি ছিল নো–বল, সেটিকেও ছক্কায় পরিণত করেন কারান। হান্ড্রেডের নিয়ম অনুযায়ী নো–বলে দুই রান যোগ হয়। পরের বলটি ছিল ফ্রি–হিট, সেটিতেও কারান ছক্কা হাঁকান। টানা তিন বলে খরচ হয় ৩০ রান। শেষ দুই বলে অবশ্য কেবল দুই রান দিয়েই ওভার শেষ করেন কুক।

তাতেও লজ্জার রেকর্ড গড়া থেকে মুক্তি পাননি তিনি। ভেঙে দেন রশিদ খানের এক বছরের পুরোনো রেকর্ডটি। ২০২৪ সালে রশিদ ৫ বলে ৩০ রান খরচ করে এ রেকর্ডের মালিক হয়েছিলেন।

এদিন টসে জিতে ফিল্ডিং নেয় ওভাল ইনভিন্সিবলস। প্রথমে ব্যাট করে ট্রেন্ট রকেটস নির্ধারিত ১০০ বলে তোলে ১৭১/৭। দলের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন জো রুট। তিনি ৪১ বলে ৭৬ রান করেন, যার মধ্যে ছিল ১১টি চার ও একটি ছক্কা।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে স্যাম কারানের ঝড়ে সহজ জয় পায় ইনভিন্সিবলস। তিনি মাত্র ২৪ বলে ৫৪ রান করেন, যার মধ্যে ছিল ৬টি ছক্কা ও ২টি চার। ১১ বল হাতে রেখে ছয় উইকেটে জয় পায় দলটি। ম্যাচসেরার পুরস্কারও জেতেন কারান।

স্যাম কুক অবশ্য ওই ওভার বাদে বোলিংটা নেহায়েত মন্দ করেননি। পুরো ম্যাচে তিনি করেছেন ১৫ বল, খরচ করেছেন ৩৮ রান। তবে ওই একটা ওভারই লজ্জার কীর্তিতে সবার ওপরে তুলে দিয়েছে তার নাম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More