স্টাফ রিপোর্টার: মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় খেলার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ওল্ড ট্রাফোর্ডে ব্রাত্য হয়ে পড়া ইংল্যান্ড স্ট্রাইকারকে ন্যুকাম্পে নিয়ে আসার জন্য ম্যানইউকে প্রস্তাব দিয়েছে কাতালানরা।
সব ঠিক থাকলে রাশফোর্ড ধারে খেলতে স্পেনে পাড়ি জমাবেন। গত মৌসুমের শেষ ভাগে তিনি ধারে অ্যাস্টন ভিলায় খেলেছেন। এবার বার্সেলোনায় ধারে খেলার সব আয়োজন এখন চূড়ান্ত পর্যায়ে।
রাশফোর্ড অনেক আগেই বার্সেলোনার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও স্প্যানিশ জায়ান্টদের পরিকল্পনায় ছিলেন লিভারপুলের লুইস দিয়াজ।
এদিকে ম্যানইউর কোচ রুবেন আমোরিম কোনো রাখঢাক না করে জানিয়ে দিয়েছেন যে, রাশফোর্ডের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। অগত্যা ইংলিশ স্ট্রাইকারকে খুঁজে নিতে হচ্ছে নতুন ঠিকানা।
ইংল্যান্ডের হয়ে ৬০টি ম্যাচ খেলা রাশফোর্ডকে দলে ভেড়াতে আগ্রহী দলের সংখ্যা কম নয়। এই তালিকায় আছে এসি মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম, মোনাকোর মতো ক্লাব। তবে রাশফোর্ডকে দলে টানার ব্যাপারে বাকি সব ক্লাবের চেয়ে এগিয়ে থাকা দলটা বার্সেলোনা।
কাতালান ক্লাবের কোচ হ্যান্সি ফ্লিকও তাকে দলে ভেড়ানোর সম্মতি দিয়েছেন। এখন শুধু কাগজ-কলমের আনুষ্ঠানিকতা সারতে বাকি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.