সমালোচনা নিয়ে ভাবছেন না জাকের

স্টাফ রিপোর্টার:হার্ড হিটার তকমা পেয়ে বসেছেন জাকের আলী অনিক। তবে লম্বা সময় ধরে ধুঁকছেন। শেষ ১০ ইনিংসে কেবল দুটি ইনিংসে পার করেছেন ৩০ রানের গণ্ডি। জাকের এসময় ছক্কা হাঁকিয়েছেন মোটে দুটি। রান তোলার গতি, গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং এবং আউট হওয়ার ধরণ নিয়ে এসময় প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন।

জাকের অবশ্য এসব পাত্তা দিচ্ছেন না। নিজের কাজটা ঠিকমতো করাতেই মনোযোগ। এশিয়া কাপে খেলা ছয় ইনিংসে জাকের করেছেন যথাক্রমে ০*, ৪১*, ১২*, ৯, ৪ এবং ৫ রান। আফগানিস্তানের বিপক্ষে খেলা তিন ম্যাচে তার রান যথাক্রমে ৬, ৩২ এবং ১০। নাজুক বটে। জাকের মানছেন, চেষ্টা করছেন সমস্যা কাটিয়ে ওঠার।

আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতার পর সমালোচনা নিয়েও প্রশ্ন শুনেছেন। জাকের অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা সমালোচনা নিয়ে ভাবেন না। রোববার সংবাদ সম্মেলনে জাকের বলেছেন, ‘এগুলো (সমালোচনা) নিয়ে আমার কিছু বলার নেই।’ ‘কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে জাকেরের নির্লিপ্ত উত্তর, ‘ভালো লাগছে।’

তবে নিজে ব্যর্থ হলেও দল হিসেবে দারুণ করেছে বাংলাদেশ। এশিয়া কাপে আশাভঙ্গ উতরে গেছে আফগানদের হোয়াইটওয়াশ করে। বিষয়টিতে যারপরনাই খুশি জাকের। তবে কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদের, ‘আমি ম্যাচ জিতাইনি। সবার চেষ্টায় খেলা জিতেছি। এখানে আমাকে ক্রেডিট দেওয়ার কিছু নেই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সুন্দরভাবে ফুলফিল করার চেষ্টা করেছি। লিটন (দাস) ছিল না, উনার অনুপস্তিতিতে আমি ঠিকভাবে দায়িত্ব পালন করেছি। কৃতিত্ব প্লেয়ারদের। তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনেক ভালো করেছে।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More