সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। আজ বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে জয় লাভ করে বাংলাদেশ।

৭০-৮২ মিনিটে বাংলাদেশ সিঙ্গাপুরের উপর ঝড় বইয়ে দেয়। এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে। বাংলাদেশের হয়ে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল গোলের যাত্রা শুরু করেন। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শট নেন ফাহমিদুল। সিঙ্গাপুরের গোলরক্ষক বা দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি। এটা বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের প্রথম গোল।

ফাহমিদুলের গোলের দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড আল আমিনকে উদ্দেশ্য করে লং বল পাঠানো হয়। সেই লং বল আল আমিন দুর্দান্তভাবে রিসিভ করে দারুণ ফিনিশিং করেন। সিঙ্গাপুর গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসলেও সেভ করেত পারেননি।

আট মিনিট পর মহসিন আহমেদ গেল করেন। এটাও লং বল থেকে। সিঙ্গাপুর ডিফেন্ডার বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন। অ-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিন দলের হয়ে শেষ গোল করেন। ৮২ মিনিটে তিনি বক্সের উপর দারুণ শটে বাংলাদেশের বড় জয় এনে দেন। ইনজরি সময়ে সিঙ্গাপুর এক গোল পরিশোধ করে।

ম্যাচের প্রথমার্ধের চিত্র ছিল ভিন্ন। সিঙ্গাপুর দুর্দান্ত খেলেছিল প্রথম ৪৫ মিনিট। একাধিক গোলের সুযোগ মিস করেছে তারা। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কয়েকটি অসাধারণ সেভ করেছেন। শ্রাবণ নিশ্চিত দুই-তিনটি গোল না বাঁচালে বাংলাদেশ এই ম্যাচে আর ফিরতে পারত না।

দ্বিতীয়ার্ধে ফাহমদিুলকে নামানোর পরই খেলার চিত্র বদলেছে। তিনিই দলকে গোলের পথ দেখান। ফাহমিদুল ও আল আমিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুর ডিফেন্স কুপোকাত হয়। মূলত এই দুই জনের কাছেই খেলার গতি হারিয়েছে সিঙ্গাপুর। ম্যাচের একেবারে শেষ দিকে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নামান বাংলাদেশের কোচ।

এএফসি অ-২৩ টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা গোল পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে। বাফুফের প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ অ-২৩ দল এএফসি’র মূল আসরে খেলবে। এজন্য প্রথমবারের মতো ২৩ দলকে বাহরাইনে পাঠিয়ে দু’টি ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল। এত প্রস্ততির পরও বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভালো পারফরম্যান্স করতে পারেনি। আজ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।

মাস চারেক আগে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিনিয়র দল সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল। হামজা-সামিতরা না পারলেও অ-২৩ দলের হয়ে মোরসালিন, ফাহমিদুল ও আল আমিন সিঙ্গাপুরের বিপক্ষে গোল করে জয় এনে দিলেন। এই জয় বাংলাদেশকে আগামী মাসে অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More