সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

এ মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি কুড়ি কুড়ির ম্যাচ খেলবে পাকিস্তান। টি-টোয়েন্টির ওই সিরিজ সামনে রেখে আজ বুধবার দুইভাগে ঢাকায় পৌঁছেছে সালমান আলী আগার দল। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের বহর সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জুলাইয়ের ২০ তারিখে শুরু হবে ছোট ফরম্যাটের সিরিজ। পরের দুটি ম্যাচ ২২ এবং ২৪ জুলাই। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসবে সন্ধ্যা ছয়টায়। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা (১৩ জনের বহর) ঢাকায় পা রাখবেন বিকেল পাঁচটায়।

প্রথম বহরে ঢাকায় পা রেখেছেন অধিনায়ক সালমান, সাইম আইয়ুব, ফখর জামান, মুহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, খুশিদল শাহ, ফাহিম আশরাফ এবং সাপোর্ট স্টাফরা। বিমানবন্দরে বিসিবির পক্ষ থেকে ফুল দিয়ে সফরকারীদের বরণ করে নেওয়া হয়। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেল সোঁনারগাওয়ের উদ্দেশে যান।

সফরে পাকিস্তান দলে নতুন মুখ বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। দলে জায়গা হয়নি তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির। তবে অভিজ্ঞদের ঘাটতি পুষিয়ে নেওয়ার আশা শুনিয়েছেন পাকিস্তানের কাপ্তান।

এই সিরিজে এখনও দল জানায়নি বাংলাদেশ। আপাতত লিটন দাসের দল শ্রীলংকায় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আজ তৃতীয় টি-টোয়েন্টি খেলার পর দেশে ফিরবেন। ২০ তারিখ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More