প্রস্তুতির সিরিজে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলে ট্রফিটাও নিশ্চিত হবে আগেভাগে। এমন সমীকরণের সামনে রেখে কোনো পরীক্ষা-নীরিক্ষা চালাতে চায় না টাইগারদের টিম ম্যানেজমেন্ট।
আজ সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এশিয়া কাপে যাওয়ার আগে ডাচদের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রস্তুতিতে পূর্ণতা আনতে চায় বাংলাদেশ। ভালো দল হওয়ার পথে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না তারা। সংবাদ সম্মেলনে টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তেমন বার্তাই দিয়েছেন রোববার।
গতকাল ১৬ সদস্যের দলে একাদশের বাইরে থাকা পাঁচজনের মধ্যে চারজনকে নিয়ে প্রস্তুতি সারেন কোচিং প্যানেলের সদস্যরা। অনুশীলন করা কাউকে কি দেখা যাবে পরের ম্যাচে? সালাউদ্দিন বললেন, এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।
ডাচদের বিপক্ষে আগের একাদশ খেলার সম্ভাবনা বেশি। দলে ফেরা সাইফ ছিলেন দুর্দান্ত। লিটন রানে ফিরেছেন। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে বাংলাদেশ ছিল দাপুটে। জয়টাও এসেছিল বড়। উইনিং কম্বিনেশন হয়ত ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তবে বদল আসতে পারে পেস বোলিংয়ে। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে ওয়ার্কলোডের কথা মাথায় রেখে। অন্যাথায় পরিবর্তন আসার সুযোগ নেই বললেই চলে!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.