স্টাফ রিপোর্টার:এই গেল বছর পর্যন্ত দলে নিয়মিতই ছিলেন সৌম্য সরকার। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। তবে হুট করেই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন। শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পাননি। তার জায়গায় দলে ঢুকেছিলেন নাঈম শেখ, তবে তিনিও ব্যর্থ হয়েছেন।
এবার তার ভূয়সী প্রশংসাই করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি জানিয়েছেন, বোলারদের ওপর আধিপত্য বিস্তারে সৌম্যর জুড়ি মেলা ভার। তিনি যেদিন ভালো খেলেন, সেদিন দলের চেহারাই বদলে যায়।
সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেন, ‘সৌম্যও খুব ভালো খেলোয়াড়। সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়।’
কথাটার পক্ষে প্রমাণ দিচ্ছে সৌম্যর পারফর্ম্যান্স। টি-টোয়েন্টিতে শেষ পাঁচ ইনিংসে তার চল্লিশোর্ধ্ব ইনিংস আছে দুটো। দুই ইনিংসেই তিনি রান করেছেন নিদেনপক্ষে ১৩৪ স্ট্রাইক রেটে। দুই ম্যাচেই বাংলাদেশ ম্যাচ জিতেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তিনি ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ২৮ বলে, ১৫৩ স্ট্রাইক রেটে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানের ইনিংসটা খেলেছিলেন ৩২ বলে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটি। সে ম্যাচে লিটন দাসের দল জিতেছিল ৭ রানের ব্যবধানে।
ওয়ানডে ক্রিকেটেও সবশেষ ১০ ইনিংসে ভালো কিছু রান আছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮ রানের ইনিংস আছে তার। সে ম্যাচটা পরে বাংলাদেশ হেরেছে, তবে তার আগে দলকে বড় রানের দিশা দিয়েছিল তার এই ইনিংস। তার মাঝে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বেশ কিছু ছোট ছোট ইনিংসে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন সৌম্য।
সেই তিনি হুট করে দল থেকে বাদ পড়লেন। যদিও ফাঁকা সময়টা তিনি কাজে লাগিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলে। সেখানেও দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩৬ আর গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৫ রানের ইনিংস আছে তার।
এদিকে তার জায়গায় যিনি জায়গা পেয়েছিলেন দলে, সেই নাঈম শেখ ব্যর্থ হয়েছেন ভালোভাবেই। তিন ইনিংসে তিনি রান করেছেন মোটে ৪৫, স্ট্রাইক রেট মোটে ৮৪.৯০। সবচেয়ে বড় কথা, তার আড়ষ্ট ব্যাটিং দলের ওপরও চাপ বাড়িয়েছে বেশ করে।
সৌম্য এখানেই উতরে যাচ্ছেন। নিয়মিত হয়তো রান মিলছে না, তবে যেদিন পাচ্ছেন, তা দলের পারফর্ম্যান্সে বড় প্রভাব ফেলছে। আর সে কারণেই বিকল্প ওপেনার হিসেবে আবারও সৌম্যর ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বহুগুণে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.