১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ ক্লাব বিশ্বকাপে

আর্জেন্টাইনদের কাছে ফুটবল এক আবেগের নাম। নিছক কোনো খেলা নয় এটি। সবশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ৩৬ বছর পর শিরোপা জেতায় ফুটবল নিয়ে উন্মাদনা আরও বেড়েছে দেশটির ফুটবলপ্রেমীদের। তবে এবার দেশটির ফুটবলপ্রেমীদের ওপর নেমেছে নিষিদ্ধের খড়গ। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামে বসে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থকের ওপর। অবশ্য আয়োজক যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করেনি। বরং এই সমর্থকদের ‘উগ্র ফুটবল সমর্থক’ আখ্যা দিয়ে বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে একটি তালিকা দিয়েছে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ। যার ফলে স্টেডিয়ামে বসে খেলা দেখা হবে না এই তালিকায় থাকা সমর্থকদের। বড় পরিসরে নতুন রূপে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর হবে যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই নতুন সম্প্রসারিত টুর্নামেন্টে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট অংশগ্রহণ করবে। পাশাপাশি বিশ্বের ৩০টি অন্যান্য বড় দল অংশগ্রহণ করবে। যে কারণে ধরনা করা হচ্ছিল আর্জেন্টাইন এই দুটি ক্লাবের উগ্র সমর্থকরাও সেখানে খেলা দেখতে হাজির হবেন। আর সেখানেও উগ্রতা করতে পারেন তারা। ১৫ হাজার সমর্থকদের নিষেধাজ্ঞার বিষয়ে বুলরিচ বলেন, ‘তালিকায় ১৫,০০০ জনেরও বেশি লোক রয়েছে যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে কোনো অপরাধ করেছে এমন কোনো হিংস্র ব্যক্তি এই ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে পারবে না।’ আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোয় নিষিদ্ধ ব্যক্তিদের সনাক্তকরণে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই ‘ত্রিবুনা সেগুরা’ পদ্ধতি কাজে লাগিয়ে তালিকাটি প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই সরকারের শুরুর থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছে এই ‘ত্রিবুনা সেগুরা।’ এর মধ্যে ১ হাজার ১৬৬ জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More