ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা বিরল। আর একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামা তো আরও অনন্য। আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবি এই অভিজ্ঞতাই পেলেন শপাগিজা ক্রিকেট লিগে। যেখানে তিনি প্রতিপক্ষ দলে খেলেছেন নিজের ১৮ বছর বয়সী ছেলে হাসান ঈসাখিলের বিপক্ষে।
শুধু খেলেনইনি, ওপাশ থেকে নতুন প্রজন্মের তেজটাও দেখলেন। ম্যাচের প্রথম বলেই বাবা মোহাম্মদ নবী ছক্কা খেয়ে বসলেন ছেলে হাসান ইসাখিলের কাছে। আর তাতেই আলোচনায় উঠে এলেন হাসান।
মিস আইনায়াক রিজিওনের হয়ে নবী বল করতে আসেন নবম ওভারে। তখন স্ট্রাইকে ছিলেন হাসান ঈসাখিল, যিনি খেলছিলেন আমু রিজিওনের হয়ে। বাবার বল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই হাসান হাঁকান বিশাল এক ছক্কা, বলটি উড়ে যায় মিড উইকেটের ওপর দিয়ে।
ঘটনাটি মাঠে উপস্থিত দর্শক ও অনলাইনে ভক্তদের মধ্যে হইচই ফেলে দেয়। হাসান হয়তো কিছু একটা বলেছিলেন নবিকে।
এই ম্যাচে ৩৬ বলে ৫২ রান করেন হাসান, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। আমু রিজিওন করে ১৬২ রান।
নবি এক ওভারে ১২ রান দিয়ে আর বল করেননি। তবে ব্যাট হাতে মাঠে নেমে তিনিও একটি ছক্কা মারেন এবং তার দল মিস আইনায়াক জয় তুলে নেয় তিন ওভার হাতে রেখেই।
এই ম্যাচে মোহাম্মদ নবী যে শুধু ছেলের বিপক্ষে খেলেছেন, ছক্কা হজম করেছেন তা নয়। এই ম্যাচে ছেলের তীর্যক কথার শিকারও বনেছেন তিনি। ছক্কাটি হজম করে তিনি একপাশ দিয়ে যাচ্ছিলেন, তখনই হাসান এগিয়ে গিয়ে তাকে কিছু একটা বলেন। সে সময় দুজনের কারো চোখে মুখেই হাসির অভিব্যক্তি ছিল না। তাই ধারণা করা হচ্ছে, হাসান তার বাবার দিকে তীর্যক কথাই ছুঁড়ে দিয়েছিলেন তখন।
তবে সে যাই হোক, মোহাম্মদ নবীর দলই শেষমেশ শেষ হাসিটা হেসেছে। সে তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন আফগান ক্রিকেটের বর্ষীয়ান এই ব্যক্তিত্ব।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.