৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন আমির

পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার তিনি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম উইকেট তুলে নিলেন।

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে অ্যান্টিগায় খেলতে নেমে আমির শিকার করেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ব্যাটার ফাবিয়ান অ্যালেনকে। এটাই তার ৪০০তম শিকার।

এ মাইলফলক ছোঁয়ার জন্য আমির খেলেছেন ৩৪৩টি টি–টোয়েন্টি ম্যাচ। পাকিস্তানি বোলারদের মধ্যে তার আগে আছেন কেবল ওয়াহাব রিয়াজ। তিনি ৩৪৮ ম্যাচে নিয়েছেন ৪১৩ উইকেট।

আমিরের ১৬ বছরের ক্যারিয়ার নাটকীয়তায় ভরা। ২০১০ সালে স্পট–ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। তবে সেখান থেকে ফিরে এসে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি ২০২১ সালে অবসর নেন। পরে মত বদলে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেন। কিন্তু একই বছরের ডিসেম্বরে আবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে লিগ ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

জাতীয় দলের হয়ে তার উইকেট সংখ্যা মোট ২৭১। এর মধ্যে টেস্টে ১১৯, ওয়ানডেতে ৮১ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ উইকেট।

৩৩ বছর বয়সী এই পেসার এখনও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন বলে ঝলক দেখাচ্ছেন। এবার যেমন ৪০০ উইকেটের মাইলফলকটাও ছুঁয়ে ফেললেন!

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More