৮ বছর পর দলে ডসন, ম্যানচেস্টারে যাদের নিয়ে লড়বে ইংল্যান্ড

লড়াই ছিল জ্যাক লিচ ও রেহান আহমেদের বিরুদ্ধে। পারফর্মের বিচারে পাশ কাটিয়ে গেছেন লিয়াম ডসন। বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ করেন। বেন স্টোকসের দল তাই ডসনের ওপরই ভরসা রাখছেন। শোয়েব বশিরের বদলে ম্যানচেস্টার টেস্টে ঢুকেছেন ৩৫ বর্ষী ডসন।

ভারতের বিপক্ষে ওই টেস্টে কয়েকটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ১৪ জনের নামও জানিয়ে দিয়েছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে স্টোকসের দল। ম্যানচেস্টারে ২৩ জুলাই শুরু হওয়া টেস্টটি ভারতের কাছে বিশেষ কিছু। লর্ডসের মতো এই টেস্টে হার দেখলে শুবমান গিলদের ট্রফি খোয়াতে হবে। ইংল্যান্ডও তাই দলে অলরাউন্ডার ও পেসার নিয়ে শক্তি বাড়িয়েছে।

লর্ডসের ‍রুদ্ধশ্বাস শেষদিনে নায়ক বনে যান বশির। বল হাতে মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন। তারপরই জানা যায় আঙুলে অস্ত্রোপচার করতে হবে এই স্পিনারের। ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে। বশিরের ছিটকে যাওয়ার ২৪ ঘণ্টার মাঝেই দল জানিয়েছে ইংল্যান্ড।

বাহাতি স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও দায়িত্ব সামলাতে পারবেন ডসন
ডানহাতি বশিরের বদলে বাঁহাতি স্পিনার ডসনকে টেনেছে স্টোকসের দল। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে শেষবার খেলেছিলেন তিনি। ৮ বছর পর আবার ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেন, ‘ডসন দলে সুযোগ পাওয়ার যোগ্য। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত খেলেছে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে।’

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত তিন টেস্ট, ছয়টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন ডসন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত করায় এবার ম্যানচেস্টারে তার প্রত্যাবর্তন। ২৩ তারিখ শুরু হওয়া টেস্টে কাদের নিয়ে খেলবে ভারত, তা এখনও জানায়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More