পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি ফাতিমা সানাকে অধিনায়ক রেখেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ ২২ বছর বয়সী আইমান ফাতিমা।

আয়ারল্যান্ড সফরে ৬ থেকে ১০ আগস্ট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান নারী ক্রিকেট দল। খেলাগুলো হবে ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে।

এই সফরে পাকিস্তানের নতুন মুখ আইমান ফাতিমা। ২২ বছর বয়সী এই তরুণ গত মে মাসে করাচিতে অনুষ্ঠিত জাতীয় নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৮ ম্যাচে অংশ নিয়ে ১৫৫.১৪ স্ট্রাইক রেটে ২৮৭ রান সংগ্রহ করে নির্বাচকদের নজর কাড়েন। ডানহাতি এই ব্যাটসম্যান ২০২৩ সালে প্রথম আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন।

পাকিস্তান দল: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, আইমান ফাতিমা, গুল ফিরোজা, মুনিবা আলী, নাজিহা আলভি, নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, রামিন শামীম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, তুবা হাসান ও ওয়াহিদা আখতার।

সিরিজের সময়সূচী:

৬ আগস্ট – ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব, ডাবলিনে প্রথম টি-টোয়েন্টি।

৮ আগস্ট – ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব, ডাবলিনে দ্বিতীয় টি-টোয়েন্টি।

১০ আগস্ট – তৃতীয় ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবে টি-টোয়েন্টি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More