অকুতোভয় মানসিকতাই যার দেশ গড়ার শক্তি

নানা কর্মসূচি ও বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

মাথাভাঙ্গা ডেস্ক: নানা কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে গতকাল বুধবার আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ায় জন্মদিনে দলীয় নেতা-কর্মীরা পাশে পাননি তাদের প্রিয় নেত্রীকে। তার অনুপস্থিতিতেই কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হলো দিনটি। এ সব কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। গতকাল বুধবার শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করেছে আওয়ামী লীগসহ সহযোগী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, দোয়া, খাদ্য বিতরণ, আনন্দ র‌্যালি ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও একই কর্মসূচি পালিত হয়। পৃথক আলোচনাসভায় বক্তারা বলেন, দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা নিজেই একটি ইতিহাস। ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনার জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে উঠে এসেছেন। দেশের সীমানা পেরিয়ে বিশ্বনেতার কাতারে পৌঁছেছেন তিনি। তাই তো শেখ হাসিনার সাহসী নেতৃত্ব বিশ্বে প্রশংসিত। কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনাসভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অফিসার্স ক্লাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসন সহযোগিতা করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান লালন ও প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাতের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী নুরুন্নাহার কাকলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা ছন্দা এ সময় বক্তব্য রাখেন।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. মো. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা শ্রমিক লীগ সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তহিদুর রহমান চন্দন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাবুল ইসলাম, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফিরোজ জোয়ার্দ্দার, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, তানিম হাসান তারেক সোহেল, তানজীর, মিঠুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

এদিকে, চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে জন্মদিন উপলক্ষে দোয়া ও কেককাটা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও মেহেদী হাসান। দোয়া শেষে চুয়াডাঙ্গা পৌর মেয়রের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটেন মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব রেজাউল করিম, নির্বাহী প্রোকৌশলী আয়ুব হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, কর পরিদর্শক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, উজ্জ্বল হোসেন প্রমুখ।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে শহরের কলেজ রোডের বিশ্বাস টাওয়ারে এক দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড আব্দুল মালেক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের সহসভাপতি সলিল মল্লিক, আক্তারুজ্জামান, আইন বিষয় সম্পাদক আব্দুল খালেক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওয়াশিম, সাধারণ সম্পাদক মাসুম, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী যুবলীগ। গতকাল বুধবার বৃক্ষরোপণ, আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান ও কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী পালন করা হয়। বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার জাফরপুরস্থ নতুন স্টেডিয়ামে বৃক্ষরোপণের মধ্যদিয়ে কর্মসূচির শুভসূচনা করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। সন্ধ্যায় জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আদন্দঘন পরিবেশে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এছাড়া চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন এলাকায় আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সদস্য আজাদ আলী, আলমগীর আজম খোকা, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ ম-ল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, হাসানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামিম হাসান সৈকত, শেখ রাসেল, তানভির রেজা টুটুল, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠু শেখ, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, দিপু বিশ্বাস, জাকির, হীরা, বিপুল, টিটু, রনি, সঞ্জু, রুবেল, মোনাজাত, সুমন, বিপ্লব, নোমান, হাসান, নাজমুল, মুন্না, আলতাফ, জনি, আলী, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার শেখ, ওয়াসিম, শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাওন রেজা কবির, বিপুল, আশিক, ইমরান, মিলন, শাকিব প্রমুখ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন নতুন স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক।

এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন এলাকায় আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান এবং মাদরাসাছাত্রসহ এতিম অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেল ৫টার দিকে জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান শিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কেদারগঞ্জস্থ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেককাটা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান মতি। পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সামি তাপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, আবু তাহের, আতিকুর রহমান, মামুন, আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াশিম, সাধারণ সম্পাদক মাসুম, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল প্রমুখ।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী জেলা ছাত্রলীগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল। দৌলাতদিয়ার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেনন, রাকিবুল ইসলাম নিপ্পন, আশিকুর রহমান হিমু, সাইফুল ইসলাম, একাব, রাব্বি, অংকন, সাব্বির, সাইসুল, লিখন, তন্ময়, ইউসুফ, নাসিম, তৌকির, নাজমুল, রিফাত, আকিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, যুগ্মসম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের যুগ্মসম্পাদক রাবিবুল ইসলাম। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা পরিষদের হলেরুমে কেককাটা, আলোচনাসভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বিআরডিবি কর্মকর্তা শাইলা শারমিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশরা খাতুন পাতা, উপজেলা প্রকৌশলী আরিফউদৌলা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, তাফসির আহমেদ মল্লিক লাল, তবারক হোসেন, আশিকুর রহমান, মোজাহিদুর রহমান, হাসানুজ্জামান সরোয়ার, মোখলেসুর রহমান শিলন প্রমুখ।

এদিকে আলমডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনাসভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, কাজী খালেদুর রহমান অরুন, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন প্রমুখ। উপস্থাপনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেন।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে উপলক্ষে আলোচনাসভা ও কেককেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধায় ভালাইপুর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইনতাদুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহবায়ক জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক রবিউল ইসলাম মল্লিক, ইউনিয়ন যুবলীগ নেতা নাসির উদ্দীন শেখ, মিনহাজ রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগের অন্যতমনেতা সাইদুর রহমান। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন উপলক্ষে কেককেটে জন্মদিন উৎযাপন করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ পশুহাটস্থ জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেককাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান, সহ সভাপতি হেলাল উদ্দিন, আনছার আলী মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক ডা. জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মঈন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা টুকু, পিঞ্জিরা মেম্বার, মিনারুল, মিনাজ, আবু তাহের, আনিছুর, ইসতিয়াক, লিপন, মনছের, মিঠুন, শুকুর, রবিউল, শাকের আলী, কালাম, হাসেম, পয়সা, হাসান কবীর, সিরাজুল, গোলাম মাস্টার, লিপন  মেম্বার, আমিরুল মেম্বার, আছের, তরিকুল, সন্টু ব্যপারী, গোলাম রব্বানী, রতন, মিল্টন, মামুন, আরিফুল, সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় গতকাল বুধবার সন্ধ্যায় পৌর আ.লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে প্রাধনমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা বিল্লাল হোসেন,  উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, সহসভাপতি মান্নান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগের ভুট্ট, মামুনশাহ, হবা জোয়ার্দার, আমিরুল, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, অপু সরকার প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী প্রমুখ। দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি’র সঞ্চালনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জামে মসজিদের ইমাম আশরাফুল আলম।

অপরদিকে, দামুড়হুদা উপজেলা যুবলীগের (একাংশ) আয়োজনে গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে আলোচনাসভা ও কেককেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার ইউসুফ আলী খাঁ, আবুল হাশেম, আ.লীগ নেতা মাসুদ বিল্লা মন্টু, মোহাম্মদ আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা এসএম মহাসিন আলী, হযরত আলী, জাহাঙ্গীর আলম, মিলন, ডলার, হাবিবুর রহমান হাবিব, শেখ হাতেম আলী, স্বপন, নাহিদ, ইজাবুল, উপজেলা ছাত্রলীগ নেতা শাহীন মোল্লা, এমএ করিম ও সোহেল প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে দোয়া ও কেককেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। ক্লাবের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, সহসম্পাদক তুহিন প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধানামন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাড়াদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম। পরে সেখানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে এদিন বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্মআহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলোন জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানূচ আলী, উজ্জল হোসেন, শহর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহিদুজ্জামান সুইট, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ। পরে সেখানে রিকশা-ভ্যানচালকসহ গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে এদিন দুপুরের দিকে এ উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমি পারভীন, সহ-সম্পাদক শামীম রেজাসহ মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং একটি আনন্দ মিছিল বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এদিন দুপুরে এসএম প্রতিবন্ধী মডেল একাডেমি প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর আহমেদের উদ্যোগে শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এর আগে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কাটা হয় ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক মাহফুজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদহ ইউপি’র ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী টোকন, এসএম প্রতিবন্ধী মডেল একাডেমির প্রধান শিক্ষক সাইফুর রহমান সুরুজ, আমদহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে গতকাল বুধবার দুপুরে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হাবিব এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনার জন্মদিন পালনে গাংনী শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। অংশগ্রহণকারীরা আনন্দমুখর সেøাগান দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান দেন। শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হাবীব। অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহসভাপতি মাহমুদ হাসিব, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, মানিক আহম্মেদ, রাসেল, সনজু, ডলার, সজিব, শামীন, ইব্রাহিম প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়াজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর পর্যটন মোটেলে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More