আলমডাঙ্গার জামজামিতে দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

দুঃস্থদের সহযোগিতায় বৃত্তবানদের এগিযে আসার আহ্বান

জামজামি প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসে লক ডাউনে বিপযস্থ এলাকাবাসীর পাশে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন ঢাকাস্থ এমবিএম গ্রুপের সিএও ইঞ্জিনিযার সাইফুর রহমান। গতকাল শনিবার বেলা ১১টায় এক অনাড়াম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি চিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( সদস সার্কেল) মো. কলিমোল্লাহ ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।।
প্রধান অতিথি বলেন, করোনায় বিপযস্থ বিশ্ববাসী। আজ করোনার ভযাবহ ছোবলে আমরা বাংলাদেশের মানুষ আক্রান্ত হয়ে প্রতিদিন প্রান হারাচ্ছি। প্রান বাঁচাতে লক ডাউন মেনে মানুষ খাদ্য না পেয়ে হা হুতাশ করছে। সরকারি সহযোগিতার পাশাপাশি আসুন বিপযস্থ মানুষকে বাঁচাতে এলাকার সমাজপতি বৃত্তবান এ দুঃসময়ে দুঃস্থদের সহযোগিতা করি। ঘোষবিলার কৃতি সন্তান ঢাকার এমবিএম গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার সাইফুর রহমান যে ভাবে দুঃস্থদের সহযোগিতায় তার নিজস্ব অর্থায়নে ত্রাণ সহযোগিতা দিচ্ছেন – আসুন এ আদর্শ বুকে ধারণ করি। আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা সরকারি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের ওসি মো. আলমগীর কবীর। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিনের উপস্থাপনায় দুরত্ব বজায় রেখে এ বিতরণ কাজে সহযোগিতা করেন ইঞ্জি: সাইফুর রহমানের ছোটো চাচা শিক্ষক মোস্তাফিজুর রহমান ডাবলু, আ.লীগ নেতা শাহারুজ্জামান, রিপন শাহ, যুবলীগ নেতা কাসাল হোসেন,, লাভলু চৌধুরী, রেজাউল চৌধুরী, রবিউল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান, শহিদুল ইসলাম, জামজামি ফাঁড়ি পুরিশের আইসি এসআই আব্দুল হাকিম প্রমুখ। আলমডাঙ্গার জামজামি ও ইবি থানার খানার কয়েকটি গ্রামের ৭শতাধিক দুঃস্থ পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি তেল দেয়া হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More