ইকবাল এতোদিন কোথায় ছিলো : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: কুমিল্লার পূজাম-পের ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ইকবাল হোসেন এতোদিন কোথায় ছিলো- এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইকবাল নামে একজন অপ্রকৃতিস্থ এবং মাদকসেবীকে ধরা হয়েছে। এই ইকবাল এতদিন কোথায় ছিলো? কারা তাকে সেখানে নিলো?’ তিনি বলেন, ‘সরকার একেক সময় একেকটা বিভাজন তৈরি করছে। সেই বিভাজনে একেক সময় একেকটাকে সামনে নিয়ে আসে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষে শক্তি, বিপক্ষের শক্তি। এখন তারা ধর্মীয় বিভাজনে নেমে পড়েছে। দেশের মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে, জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ সরকার এটা করছে।’ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি তার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আজ এই সমাজে কোনো মানুষের নিরাপত্তা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা। হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম পালন করবেন, মুসিলম ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবেন, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবেন, খ্রিষ্টানরা তাদের ধর্ম পালন করবেন- এটাই তো বাংলাদেশ। কিন্তু সরকার কী করছেন? অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। শুধুমাত্র মানুষের দুষ্টিটা, মানুষের মনোযোগকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সমস্যা আমরা ভোট দিতে পারি না, আমরা কথা বলতে বলতে পারি না, আমাদের অধিকারগুলো নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাগুলো থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এসে একটা সাম্প্রদায়িক সংকট, সাম্প্রদায়িক সমস্যা তৈরি করছে সরকার।’ দেশের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘রেদশের মানুষ দুঃসহ অবস্থার মধ্যে বাস করছে। একদিকে প্রতিদিন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। চাল, তেল, লবণ, চিনির দাম বেড়ে গেছে। কিন্তু মানুষের প্রকৃত আয় বাড়েনি। যার ফলে মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে আর আওয়ামী লীগের লুটেরারা ধনী থেকে ধনী হচ্ছে।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More