উত্তরার যেকোন সরকারি বা বেসরকারি হাসপাতালে একটি বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। একইসঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেন তিনি।
বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের সান্ত্বনা জানান এবং দোয়া করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মৃত্যু পুরোপুরি পূর্ব নির্ধারিত। তবে স্বজন হারানোর বেদনা মানুষের হৃদয় বিদীর্ণ করে দেয়। এই মুহূর্তে আমাদের করণীয় হলো সবার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা।
একইসঙ্গে তিনি নিহতদের ‘শাহাদাত’ কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পরিবারের সদস্যদের উৎসাহ দেন।
তিনি বলেন, আমরা নয়টি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিয়েছি। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আমরা সেই ঘোষণা অনুযায়ী আহতদের চিকিৎসা সহায়তায় অর্থ ও চিকিৎসক প্রেরণ করেছি। ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব। আমরা সরকারের কাছে নিহত ও আহতদের তালিকা তৈরি করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। জীবনের এই কঠিন মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সবর প্রদর্শনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জামাল উদ্দীন, মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার এবং ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.