স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই দাবি করে বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ১০১জন আইনজীবী। গতকাল বুধবার তাদের পক্ষে অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী ও অ্যাডভোকেট লাবাবুল বাসারের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪(৩) অনুচ্ছেদ, ঞযব ইধহমষধফবংয ঘধঃরড়হধষ অহঃযবস, ঋষধম ধহফ ঊসনষবস ঙৎফবৎ, ১৯৭২-এর ধারা ৪, এবং ইধহমষধফবংয ঘধঃরড়হধষ ঊসনষবস জঁষবং, ১৯৭২-এর বিধি ৩ অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা নেই। তারা বলেন, জাতীয় প্রতীক হিসেবে যে শাপলার নকশা নির্ধারিত, সেটি ১৯৭২ সালের অর্ডার ও বিধিমালায় বর্ণিত। সেই প্রতীকে শাপলা ফুল ছাড়াও ধানের শীষ, পাটপাতা এবং তারা রয়েছে। ফলে শাপলা জাতীয় প্রতীকের একটি মাত্র উপাদান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.