করোনা শনাক্ত ২৯ জন : আরও একজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২৯ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ১৬ জন। ২৯ জনের মধ্যে রাজধানীতে ২১ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৭ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় ১১৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৮৩ জন এবং নারী ১০ হাজার ৬৪৯ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২১জন রয়েছে, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে শূন্য, রাজশাহী বিভাগে ৫ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More