কালীগঞ্জে লিচু বাগানে নলকূপ বসাতে গিয়ে বের হচ্ছে গ্যাস

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের লিচু বাগানে নলকূপ বসাতে গিয়ে নলকূপের গর্ত থেকে অবিরাম গ্যাস বের হচ্ছে। বুধবার সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিনের লিচু বাগানে নলকূপ বসানোর সময় গ্যাস বের হতে থাকে। প্রায় ৪ দিন ধরে এ গ্যাস বের হচ্ছে। এলাকার অনেক উৎসুক মানুষ গ্যাস বের হওয়া দেখতে যাচ্ছে। নলকূপ বসানোর সময় গ্যাসে আগুন ধরিয়ে দিলে তা অদ্যাবধি পর্যন্ত জ্বলছে। অনেক চেষ্টা করেও তা নেভানো যাচ্ছে না। আবার প্রশাসনিকভাবে কেউ সেখানে পরিদর্শনে যাননি। ফরিদ উদ্দিন জানান, তার লিচু বাগানের জমিতে নিজের তত্ত্বাবধানে একটি টিউবওয়েল বসানোর কাজ চলছিলো। প্রায় ২০০ ফুট বোরিং করার পর পানির স্তর পাওয়া যায়। এরপর ফিল্টার পাইপ লাগানোর জন্য পাইপ ওপরের দিকে তোলার সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাস উঠতে থাকে। কিন্তু ৪ দিন অতিবাহিত হলেও সরকারি কোনো কর্মকর্তা সেখানে যায়নি। সরকারি নিয়ম রয়েছে এ ধরনের গ্যাস উত্তোলেনের খবর পেলে সরকারি বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন সঠিক পরামর্শ দিয়ে থাকেন। এদিকে গ্যাস নির্গমনের দৃশ দেখতে লিচু বাগানের আশপাশে ভিড় জমায় উৎসুক নারী-পুরুষ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More