গফরগাঁওয়ে বিএনপির ট্রেন শোডাউন

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভাগীয় সমাবেশে অংশ নিতে এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার গুম ও হত্যার বিচারের দাবিতে ট্রেন শোডাউন করে ময়মনসিংহে সমাবেশে যোগ দিয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসেন এবং ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে র‍্যালী বের হয়।

এর আগে সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা মিছিল সহকারে গফরগাঁও, মশাখালী এবং কাওরাইদ রেলওয়ে স্টেশনে মিছিল নিয়ে জড়ো হন। পরে দলীয় নেতাকর্মীরা বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার, তিস্তা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেসে ট্রেনে করে সমাবেশে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ময়মনসিংহ জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল বলেন, প্রয়াত সাংসদ ফজলুর রহমান সুলতানের সুযোগ্য ছেলে গফরগাঁওয়ে জনপ্রিয় বিএনপি নেতা আলহাজ্ব মুশফিকুর রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশ সফল করতে রেলপথ এবং সড়ক পথে ময়মনসিংহে উপস্থিত হয়েছেন।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জানান, বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভাগীয় সমাবেশে অংশ নিতে ফ্যাসিবাদ আওয়ামী লীগের গুম, হত্যার বিচার এবং দ্রুত নির্বাচনের দাবিতে প্রায় ১০-১২ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ সফল করতে ময়মনসিংহে যাচ্ছি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More