গাইবান্ধার সড়কে দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার:গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের প্রতিবন্ধি ছেলে আলিম (৩৮)।

গত বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতাল সূত্রে জানা যায়, কামারদহ ইউপির মধ্য মাস্তা গ্রামের গুরুতর আহত খলিল (৩০) ও রানা (৩০)কে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় রেফার্ড করা হয়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ৩ জন আরোহীসহ একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে পান্থাপাড়া মসজিদ ও এতিমখানায় যাওয়ার পথে পথচারী প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। তারা উভয়েই ছিটকে পড়ে এবং পিছনে থাকা আসা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলিম। আহতদের মোটরসাইকেল আরোহীদের গোবিন্দগঞ্জ উপজেলা দর হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More