নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পুরান বাজার এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তাদের সন্তান মুন্নি (১৪), মৌরী (৬) এবং চুন্নি (১২)। তাদের সবাইকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সুকেশ দাস জানান, সকালে রান্নাঘরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লাইন থেকে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ অবস্থায় এক পরিবারের পাঁচ সদস্যকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মানবের শরীরের প্রায় ৭০ শতাংশ, স্ত্রী বাচার ৪৫ শতাংশ, কন্যা মুন্নির ২৮ শতাংশ, কন্যা মৌরীর ৩৬ শতাংশ এবং চুন্নির ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি জানান, সবার অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.