চুয়াডাঙ্গায় পৌঁছেছে ভারতের উপহার উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যুক্ত হয়েছে ভারতের দেয়া উপহার উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সদর হাসপাতালের স্টোর কিপার হাদি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে পৌঁছে।
সদর হাপসাতাল সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশকে উপহার দেয়া অ্যাম্বুলেন্সগুলোর মধ্য থেকে একটি অ্যাম্বুলেন্স চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। গত ১৩ আগস্ট ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট অ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন। চুয়াডাঙ্গা সদর হাপসাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম বলেন, ‘রোগী বহনে প্রথমবারের মতো ভারতের উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি পেলো সদর হাসপাতাল।’ বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সটি সদর হাসপাতালে এসে পৌঁছায়। এতে চুয়াডাঙ্গায় রোগীদের সেবা আরও একধাপ বাড়লো।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More