চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত 

যথাযথ মর্যাদায় দিবসটি পালনে সকলের সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে এবং মেহেরপুর ও মুজিবনগরে পৃথকভাবে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। প্রস্তুতিসভায় ১৫ আগস্ট শোক দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মেহেরপুরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলী খান। এসময় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান এ দেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট রাতের আঁধারে স্বাধীনতার শত্রুতা তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। জাতির জনকের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে তার স্বপ্নগুলো পর্যালোচনা ও তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবে রুপ দিতে হবে; তবেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। দিবসটি পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে গতকাল বৃহস্পতিবার ইউএনও’র সভাকক্ষে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শোকাবহ ১৫ আগস্ট যথাযথভাবে পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শোকর‌্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও মিলাদ-মাহফিল ও মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান। ভার্চুয়াল সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, ওসি সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেশ কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন।

দামুড়হুদা অফিস জানিয়েছে,  দামুড়হুদায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা শিক্ষা অফিসার সাকি সালাম, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান মনির, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও দামুড়হুদা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গফুর,  আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা হোসনে মোবারক শিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আনছার ভিডিপির প্রশিক্ষক আশরাফুল হক, উপজেলা স্যানেটারি পরিদর্শক জামাত আলি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলি, নির্বাহী অফিসের সিএ ফয়জুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরিফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ মো এনামুল করিম ইনু, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আছির উদ্দিন, দামুড়হুদা পাইলট সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হেদায়েতুল্লাহসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রমুখ। সভায় করোনা দুর্যোগ মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ৭টায় পুষ্পমাল্য অর্পণ শেষে স্বল্প পরিসরে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং দুপুরে উপজেলার প্রতিটি মসজিদ,মন্দির ও গ্রিজাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়াসহ বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় জুম কনফারেন্সের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক (অব.) সাইদুর রহমান, মেহেরপুর ছহিউদ্দিন পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি.এম কলেজের অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষিকা সানজিদা খাতুন প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাাস প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, মুজিবনগর থানার (ওসি) তদন্ত শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফ্রোজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More