জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২ জুন

স্টাফ রিপোর্টার: আগামী ২ জুন বুধবার বিকেল ৫টায় বসবে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন বা বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে গতকাল এই অধিবেশন আহ্বান করেছেন। এটি করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন। আগের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনা করা হবে। টিকা গ্রহণকারীদের করোনায় আক্রান্ত হওয়া ও মৃত্যুও রেকর্ড থাকায় টিকা নেয়া থাকার পরও মন্ত্রী-এমপি ও সংসদে দায়িত্ব পালনকারী সবার জন্য করোনার নমুনা টেস্ট বাধ্যতামূলক থাকছে। সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ গতকাল এসব তথ্য জানায়। করোনাকালে অনুষ্ঠিত গত ৭টি অধিবেশন ছিলো সংক্ষিপ্ত ও অনেকটা নিয়মরক্ষার অধিবেশন। তবে বাজেট অধিবেশন হওয়ায় তা মাসব্যাপী চলতে পারে বলে জানা গেছে। সংসদের আইন শাখাসূত্রে জানা যায়, আগামী ৩ জুন জাতীয় সংসদে আগামী ২০২১-২০২২ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট পেশ হতে পারে। সেভাবেই প্রস্তুতি চলছে সংসদ সচিবালয়ে। করোনা সংক্রমণ এড়াতে বাজেট অধিবেশনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। আগামী ৩০ জুন বাজেট পাস হতে পারে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, অধিবেশনের প্রথম দিনে চলতি সংসদের সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন ও তা গ্রহণ শেষে অধিবেশন মুলতবি করা হবে। পরদিন সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More