টিকা সংকট নিরসনে তিন উৎসে জোর চেষ্টা

সংকট নিরসন করে টিকা কর্মসূচি চলমান রাখতে বিকল্প পথে হাঁটছে দেশ। টিকা পেতে তিন উৎসে চলছে জোর চেষ্টা। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র থেকে টিকা কিনতে সরকারি-বেসরকারিভাবে চলছে আলোচনা। এর মধ্যে চীন, রাশিয়ার টিকা জরুরি অনুমোদন দিয়ে চলছে কেনা ও উৎপাদন প্রক্রিয়া। চেষ্টা চলছে ভারতের সেরাম ইনস্টিটিউটের চুক্তির পাওনা টিকা আনার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা আনার বিষয়ে চলছে আলোচনা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, উপহার হিসেবে চীনের দেওয়া ৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ১০ মের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে। চীন আমাদের বলেছে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আনার ব্যবস্থা করছে, হয়তো ১০ মের মধ্যে বাংলাদেশে আসতে পারে। সরকার চীন থেকে যে টিকা কিনতে চায় সেগুলো আসতে আরও সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘টিকা কেনার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীন তাতে সম্মত হলে আলোচনা শুরু হবে। রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা টিকা দিতে চায়, উৎপাদনও করতে চাচ্ছে। আমরা দুটি দেশের সঙ্গেই কথা বলে রাখছি।’ গত ২৭ এপ্রিল রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ। এরপর ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকাকেও সবুজ কেত দেওয়া হয়। এর আগে গত ৮ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছিল দেশের ঔষধ প্রশাসন অধিদফতর। রাশিয়া থেকে ৪০ লাখ ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলমান রয়েছে, এগিয়ে চলছে চীন থেকে টিকা কেনার কাজও। কিন্তু এর বাইরে গুরুত্ব দেওয়া হচ্ছে রাশিয়া ও চীন থেকে প্রযুক্তি এনে দেশীয় প্রতিষ্ঠানে টিকা উৎপাদনে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তিমাফিক নির্ধারিত সময়ে টিকা না পেয়ে বিকল্প পথে টিকা পাওয়ার চেষ্টা করছে দেশ। ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, দেশে তিনটি প্রতিষ্ঠানের টিকা তৈরির সক্ষমতা আছে। এগুলো হলো- ইনসেপ্টা, হেলথ কেয়ার ও পপুলার ফার্মাসিউটিক্যালস। শুরুতে ইনসেপ্টার সঙ্গে যোগাযোগ হবে। চীনা ও রাশিয়ানরা এসে দেখবেন। তারা পর্যালোচনা করবেন। এরপর তাদের মধ্যে সমঝোতা হবে টিকা উৎপাদনের জন্য। ইনসেপ্টার প্রতি মাসে ৮ মিলিয়ন টিকা উৎপাদনের সক্ষমতা আছে বলে তিনি জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More