ডলারের দাম ঠিক না হলে নিত্যপণ্যের দাম কমবে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ডলারের ভ্যালু (মূল্য) যতদিন পর্যন্ত ঠিক হবে না, ততদিন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে না। পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই। গতকাল বুধবার রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্যর বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শীতে এবার বিভিন্ন শাক-সবজি, এমনকি পেঁয়াজের দাম অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়, বিশেষ করে ডাল, তেল, চিনি এসব পণ্যগুলো গ্লোবাল মার্কেটে যে দাম বর্তমানে চলছে, এর দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল। টিপু মুন্সি বলেন, বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনো কমছে, আবার কখনো বেড়ে যাচ্ছে। আরো সময় লাগবে, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের দাম কমতে পারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More