স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায় নাফনদ গুলি বর্ষণ করে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল সোমবার দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফনদে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন, সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিন জনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামার পাড়া বাসিন্দা। টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, ‘নাফ নদীতে মাছ শিকারে যাওয়া তার এলাকার স্থানীয় তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে দুশ্চিন্তা বাড়ছে।’
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.