দুই মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

স্টাফ রিপোর্টার: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তার সঙ্গে ছিলেন মো. কামরুজ্জামান মামুন, রোকনুজ্জামান সুজা ও জিয়াউর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসন বাপ্পী। শুনানিতে আদালত প্রশ্ন করেন, জামিনের অপব্যবহার হয়েছে কি? জবাবে রাষ্ট্রপক্ষ বলে, রেকর্ডে দেখা যাচ্ছে, জামিনের অপব্যবহার করা হয়নি। এর আগে ২০১৯ সালের ১৮ জুন হাই কোর্ট ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুল জারি করে তাকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। খালেদা জিয়াকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিলো। এরপর কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়। গতকাল রুলের চূড়ান্ত নিষ্পত্তি শেষে রায় দেন হাই কোর্ট। পরে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টি ও মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলা দুটি করা হয়। হাই কোর্ট এ দুই মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ২০১৮ সালে ও মানহানির মামলায় ২০১৯ সালের ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ দুই মামলায় ২০১৯ সালের ২০ মে জামিন চেয়ে হাই কোর্টে পৃথক আবেদন করেন খালেদা জিয়া।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More