দুই শিশুর চিকিৎসায় অর্থ সহায়তা তুলে দিলেন রিজভী

আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর সাতকানিয়ায় একটি পরিবারে দুই অসহায় শিশুর চিকিৎসার্থে অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ওই পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য একটি অটোরিকশাও প্রদান করা হয়। এছাড়া একজন আহত জুলাইযোদ্ধাকেও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার বিকালে উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

চন্দনাইশ উপজেলার হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের তিন বছরের শিশু মোহাম্মদ রাহানের হার্টের ছিদ্রের চিকিৎসার জন্য এবং ১১ বছরের শিশু মোহাম্মদ আরাফাতের থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার জন্য এই অর্থ সহায়তা দেওয়া হয়।

ওই পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য একটি অটোরিকশাও দেওয়া হয়। এছাড়া গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এই মানবিক সহায়তা তুলে দেন।

মানবিক সহায়তা কার্যক্রমের এই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More