দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৮৮ জনের প্রাণহানি হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছিল। আগের দিনের চেয়ে মৃত্যু হার কিছুটা কমলো শুক্রবার। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১০ হাজার ৮৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৭৮৭।
শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬২৯ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ২৬ জন। ঢাকা বিভাগেরই রয়েছেন ৫৩ জন। এছাড়া চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ৩, খুলনায় ৩, সিলেটে ৩, রংপুরে ৩ ও ময়মনসিংহে ৫ জন রয়েছেন। এদের মধ্যে ৮৭ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ১ জন মারা যান। গত একদিনে মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৬০ জন, ৫১ থেকে ৬০ বছরের এর মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের এর মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের এর মধ্যে ৬ জন, এছাড়া ০ থেকে ১০ বছরের মধ্যে ১ মারা গেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More