দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু : শনাক্ত ২৭৬৬

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ৭৬৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩ হাজার ৫৯১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ জনের। এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭৫২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন। মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাড়িতে একজন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের দুজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের ছয়জন ও ৬০ বছরের বেশি ২২ জন। সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে দুজন, ময়মনসিংহে দুজন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More