দেশে করোনা ভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা গত ৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৭ জুন ৩০ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার সাত জনে। গত ২৯ আগস্ট দেশে করোনা ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২৬ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। ১৬ দিনে মৃতের তালিকায় যুক্ত হলো আরো ১ হাজার নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর পাশাপাশি পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও কমেছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। রোগী শনাক্তের হার এর চেয়ে কম ছিল গত ১৩ মার্চ, সেদিন আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।
সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ার গতিও কমে এসেছে। মৃতের মোট সংখ্যা ২৫ হাজার থেকে ২৬ হাজারে পৌঁছুতে সময় লেগেছিল ৯ দিন। তার আগে ২৪ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছেছিলো মাত্র পাঁচদিনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৭৪ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন কোভিড রোগী শনাক্ত হলো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৩ জন নতুন রোগী শনাক্ত এবং ৪১ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সেই হিসেবে গত একদিনে মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৪৬৯ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের ৭০ শতাংশ। সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৭৩৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন সেরে উঠলেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৩ লাখ ৩ হাজার ৮৪৫টি নমুনা। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত এক দিনে ৩৫ জন মারা গেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More