স্টাফ রিপোর্টার: নিবন্ধন স্থগিত হলেও আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় আপাতত থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। গতকাল রোববার রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য একটি করে প্রতীক বরাদ্দ থাকে এবং সেগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেই প্রতীক তালিকা থেকে বাদ দেয়ার সুযোগ নেই। তাই আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক আপাতত থাকছে।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে, কিন্তু যেহেতু শাপলা প্রতীক ইসির তফসিলে নেই, তাই এখনই সেটি অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি নিবন্ধন পেলে কমিশন বিষয়টি পর্যালোচনা করবে।’
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.