পদযাত্রা ও শান্তি সমাবেশ মুখোমুখি : জেলায় জেলায় সংঘর্ষ

বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে আ.লীগের পাশাপাশি পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা ‘বিনা উসকানি’তে হামলা করেছেন তাদের ওপর। এমনকি তাদের মঞ্চ দখল করে সমাবেশ করা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, তারা বরং বিএনপির কর্মসূচিতে ‘নিরাপত্তার ব্যবস্থা করেছেন’। আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাধার অভিযোগ করেছে বিএনপি। পুলিশও ‘বিনা কারণে’ হামলা করেছে বলে দাবি নেতাদের। সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে। বিএনপির এ কর্মসূচির দিনে তৃণমূলের নেতাকর্মীদেরকে সক্রিয় করতে কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ।

এদিকে, গ্যাস, বিদ্যুৎ, তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। পদযাত্রাগুলোতে বক্তারা বর্তমান সরকারকে অবৈধ সরকার আখ্যা দিয়ে দ্রুত পদত্যাগ করে জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে বলেন, নিতপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ^াস উঠেছে। বাজারে একটি পণ্যের সকালে এক দাম তো বিকেলে আরেক দাম। বাজার নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। আওয়ামী লীগের নেতা আর আমলারা মিলে পকেটে ভরছে কোটি কোটি টাকা। নানা অব্যবস্থাপনার কারণেই আজ দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। অথচ তারা নিজের পকেট ভরতে ব্যস্ত হয়ে পড়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ ভোটের মাধ্যমে তাই নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা।

চুয়াডাঙ্গা জেলার সকল ইউনিয়নের পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরদের হামলায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও জেলা সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালিত হয়। এছাড়াও পুলিশের বাধায় প্রধান সড়কে সমাবেশ বাধা দেয়ার কারণে সংক্ষিপ্ত আকারে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর জব্বার বাবলুর নেতৃত্বে ইউনিয়ন পদযাত্রা এবং ইউনিয়নের বিভিন্ন বাজারে ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজুর নেতৃত্বে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি করা হয়। দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন খানের নেতৃত্বে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে জীবননগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহানের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর নেতৃত্বে, মোমিনপুর ইউনিয়নে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, চিৎলা ইউনিয়নে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, হারদী ইউনিয়নে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু ও আলুকদিয়া ইউনিয়নে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।

পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নে সালামত বাজারে বিএনপির পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম, সিনিয়র সভাপতি হাবিবুর রহমান হবি, কুতুবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক নাসির হোসেন মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক আলাউদ্দিন, আব্দুল মাজেদ ম-ল, আফজালুর রহমান, হাফিজুর রহমান, আব্দুল হামিদ বাদল, রওশন আলী, আতিয়ার রহমান, আলম হোসে, যুগ্মসাধারণ সম্পাদক মনসুর আলী, আলী হোসেন, মিজানুর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন খাজা প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার আয়োজনে পৃথক পৃথকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়নে আয়োজনে কর্মসূচিতে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মন্টু মিয়া, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মসূচিতে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মন্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, বিএনপি নেতা করম আলী মেম্বার, জুলফিকার আলী ভুট্ট, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের অন্যতম নেতা তোতাম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান। নতিপোতা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা বাবলু মাস্টার ও উপজেলা যুবদল নেতা সেলিম। জুড়ানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ বিএনপির নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। উপজেলার সীমান্ত ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, আয়ুব আলী  ও বিপ্লব রহমান বিপুলের নেতৃত্বে সীমান্ত ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরদার ও সাধারণ সম্পাদক আলী হোসেনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের নেতৃত্বে উথলী ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার এবং সাধারণ সম্পাদক রফিউল আলীমের নেতৃত্বে কেডিকে ইউনিয়ন বিএনপির কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আজিম খানের নেতৃত্বে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক মঈন উদ্দিন ময়েন ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামান সাধারণ সম্পাদক স্বপনের নেতৃত্বে রায়পুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান আবু তালেব, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে হাসাদা ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পদযাত্রা পুলিশি বাঁধার মুখে পড়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু আন্দুলবাড়িয়াস্থ বাসভবন থেকে ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের দলীয় নেতা,কর্মীরা পদযাত্রা অংশ নিয়ে খাপাড়া মোড়ে পৌঁছুলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে পদযাত্রায় অগ্রসর হতে পারেনি। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজি আনোয়ার হোসেন খান খোকন। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, সহসাধারন সম্পাদক রফু উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা সাবেক ইউপি মেম্বর মফিজ উদ্দিন, খন্দাকার নাসির উদ্দিন সোহাগ, সানোয়ার হোসেন, জালাল খান ও হোসেন আলী প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনী উপজেলায় পদযাত্রা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে সাহারবাটি, মটমুড়া ও কাজিপুর ইউনিয়নে পৃথক তিনটি স্থানে এ পদযাত্রা করা হয়। বিকেলে কাজিপুর ইউনিয়নের সাহেবনগর ফুটবল মাঠ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে কাজিপুর ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। নেতৃত্বে ছিলেন মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। মটমুড়া ইউনিয়নের বাওট বাজারে আয়োজিত পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। একই সময়ে হিজলবাড়ীয়া থেকে শুরু করে সাহারবাটি গ্রামের ক্লাব বাজার পর্যন্ত পদযাত্রার নেতৃত্বে ছিলেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। পদযাত্রা শেষে সাহারবাটি ক্লাব বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আসাদুজ্জামান বাবলু ছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন, গাংনী পৌর যুবদলের সদস্য সচিব ইনামুল হক, যুগ্মআহবায়ক মনিরুজ্জামান মনি, সাহারবাটি ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম ও ছাত্রদল নেতা তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়ন বিএনপি পদযাত্রা করেছে। গতকাল শনিবার বিকেলে শুরুতেই মোনাখালী ইউনিয়নের মোনাখালী বাজার থেকে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে এ পদযাত্রা বের হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য সচিব জুলফিকার, ছাত্রদল সভাপতি আকিব জাভেদ সেঞ্জির প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More