বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

স্টাফ রিপোর্টার: বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় সব পর্যায়ের নেতাকর্মীসহ স্বচ্ছল এবং বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ দেশের যেসব অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছানোর দাবি জানান তিনি। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, বন্যা পরিস্থিতির চরম অবনতিতে নদীভাঙনে গ্রামের পর গ্রাম, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। ফসলি জমি ডুবে জনজীবন বিপর্যস্ত।

বন্যা ও নদীভাঙনে উপদ্রুত অসহায় মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ভয়াবহ বন্যা ও নদীভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদীভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ সরকারের তরফ থেকে কোনো জরুরি তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More