বরিশালে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট অব‍্যাহত, চরম দুর্ভোগে রোগীরা

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চলছে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে রোববার থেকে এই লাগাতার কর্মবিরতি পালন করছেন তারা।

বরিশালে চলমান স্বাস্থ্যসেবা খাত সংস্কার দাবির আন্দোলনে রোববার বিরোধে জড়ায় আন্দোলনকারী এবং শেবাচিম হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। ওইদিন ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হন হাসপাতালের ইনডোর মেডিকেল কর্মকর্তা ডা. দিলীপ কুমার।

এর আগে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পালটাপালটি ধাওয়া সংঘর্ষ হয়। এসব ঘটনার প্রতিবাদ, কর্মস্থলে নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে রোবববার থেকে লাগাতার ধর্মঘট শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা।

ধর্মঘটের ফলে গত তিনদিন ধরে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব‍্যাহত হচ্ছে। সঠিক চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। ইনডোর আউটডোর সব জায়গাতেই বিরাজ করছে একই পরিস্থিতি।

শেবাচিম হাসপাতালের মিড লেভেল ডাক্তার অ‍্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, অবিরাম কর্মবিরতি চললেও জরুরি চিকিৎসা ব‍্যবস্থা চালু রেখেছি আমরা। পরিচালক মহোদয়ের অনুরোধে ইনডোর আউটডোরে দায়িত্ব পালন করছেন আমাদের চিকিৎসকরা। তবে নিরাপত্তাই যদি না থাকে তাহলে কিভাবে কাজ করব আমরা?

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনির বলেন, জরুরি সেবা স্বাভাবিকভাবেই চলছে। হামলা মারধরের পর ডাক্তাররা ভয়ে কর্মস্থল ত‍্যাগ করেছিলেন। পরে পুলিশ প্রহরায় জরুরি চিকিৎসা সেবা চালু করা হয়। সমস্যা সমাধানে আলোচনা চলছে। আশা করছি, খুব শিগগিরই ইন্টার্ন ডাক্তাররা কাজে ফিরবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More