বিএনপির মাথায় এখনো ওয়ান-ইলেভেন সৃষ্টির ভূত :কাদের

স্টাফ রিপোর্টার: বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনো নামেনি অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা শ্রাবণের শেষপ্রান্তে এসে এখন নতুন করে আষাঢ়ের গল্প শুরু করেছে। তারা বলছে, শেখ হাসিনা সরকার নাকি ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা। ওয়ান ইলেভেন যে বিএনপির কারণেই সৃষ্টি তা দেশের জনগণ ভালো করেই জানে। বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনো নামেনি। বিএনপির অন্ধ ক্ষমতালিপ্সা আর অবাধ দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টা সেদিন ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল।’
‘শেখ হাসিনা সরকার ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন
ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচারের অপকৌশল ব্যর্থ হয়েছে, তাই নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নতুন করে কাল্পনিক অভিযোগ তুলছে। তারা এখনো ষড়যন্ত্র ও অপরাজনীতির জাল বিস্তারেই ব্যস্ত। তবে জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া অন্ধকার চোরাগলি পথে ক্ষমতা দখলের রঙিন খোয়াব আর এ দেশে সফল হবে না।’
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে অভূতপূর্ব গণরায় দেয়। বিজয়ের মাধ্যমে মহাজোট সরকার গঠন করেছিল। তাই বলব, ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার ছিল জনগণের সরকার। বিএনপির অপরাজনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে নির্বাচিত বর্তমান সরকার।’
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘করোনার শুরু থেকে জনগণের জীবন-জীবিকার সুরক্ষাসহ মানুষের সেবায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে বিএনপি চিরাচরিতভাবে সরকারের অন্ধ সমালোচনা করছে। সরকারের একটি ভালো কাজও এ পর্যন্ত তাদের চোখে পড়েনি। যেন তাদের চোখে ছানি পড়েছে। ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে তাদের স্নায়বিক সংবেদনশীলতা লোপ পেয়েছে। জনগণের পাশে না দাঁড়িয়ে তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করেই মাঠে থাকতে চায়। এতে জনগণের মনের মাঠে তারা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে।’
নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ তোলা বিএনপির নৈমিত্তিক কর্মসূচিতে পরিণত হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সমালোচনার নামে ঢালাও মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি। তারা ভেবেছিল ভ্যাকসিন সংগ্রহে সরকার ব্যর্থ হবে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনন্য কূটনৈতিক দক্ষতা এবং মানবিক নেতৃত্বে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো বিএনপির অপকৌশল আবারও ব্যর্থ হওয়ায় গৃহকোণ থেকে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তারা কাল্পনিক অভিযোগ তুলছে।’
সময় এলে জনগণই সরকারের কাজের মূল্যায়ন করবে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বিবৃতিতে বলেন, ‘সরকার করোনা ব্যবস্থাপনায় সফল নাকি ব্যর্থ তা দেশের মানুষ দেখছে, কিন্তু আপনারা কী করছেন লিপসার্ভিস ছাড়া? দু-এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ মানুষ টিকা নিচ্ছে, অথচ বিএনপি নেতারা তা দেখছে না। তারা চেয়েছিল লাখ লাখ মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, তারপর তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More