বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি যদি মনে করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, তাহলে তারা তা করতে পারে। যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব বেগম খালেদা জিয়ার জন্য তা করেছেন। ভুলে গেলে চলবে না বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেয়া প্রয়োজন তাকে সেটা দেয়া হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, আখাউড়ায় ইউপি নির্বাচনে কাউকে দলীয় নৌকা প্রতীক দেয়া হবে না। যার যে পদে ইচ্ছা নির্বাচন করতে পারবে। তবে নৌকার ওপর ভর করে নয়, নিজের জনপ্রিয়তায় নির্বাচিত হয়ে আসুন এটাই আমি চাই। মন্ত্রী বলেন, জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। নির্বাচন যাতে কারচুপি না হয় সে ব্যবস্থা করা হবে। নির্বাচন শৃঙ্খল ও সুষ্ঠু করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More